বরিশালে ব্যাটারিচালিত রিকশা উল্টে দুর্ঘটনা, যাত্রীর অবস্থা সংকটাপন্ন


বরিশালের নতুন বাজার এলাকায় সকাল ৬টায় একটি ব্যাটারিচালিত রিকশা উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক যাত্রী গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে যাত্রী মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত রিকশাটি সরিয়ে নেয়। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও রাস্তার খারাপ অবস্থাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।