বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী চাঁদাবাজির অভিযোগে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন নাজনীন তাদের খালাস দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. চার্চিল জানান, চার্জ গঠনের দিন বিচারক মামলার আসামিদের অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র এবং তারা সবাই ছাত্রলীগের একটি পক্ষের নেতা-কর্মী বলে জানিয়েছেন তাদের আইনজীবী অমিত হাসান রক্তিম। মামলার বাদী আল সামাদ শান্তও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অপর পক্ষের নেতা।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লোহার পাইপ ব্যবহার করে ৪ শিক্ষার্থীকে আহত করা হয়। পরে ১৭ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে বন্দর থানার পরিদর্শক হরিদাস নাগ ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। অব্যাহতি পাওয়া আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে তাদের আইনজীবী নিশ্চিত করেছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]