তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. নাহিদ ইসলাম বলেছেন, "বিদ্যমান রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চাই, যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদ সমূলে উৎপাটিত হয়।"
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ করা হয়।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, "যে কাঠামো বর্তমান সরকার রেখে গেছে, তা বহাল থাকলে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক, ফ্যাসিবাদ তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যাবে। তাই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এমন কাঠামো তৈরি করতে হবে, যা সব সরকারের জন্য গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করবে।"
তিনি আরও বলেন, "আন্দোলনের মাধ্যমে আমরা কোটা সংস্কার, নির্যাতন ও হত্যার বিচার এবং ফ্যাসিবাদের বিচার চেয়েছি। এসব অপরাধের জন্য শেখ হাসিনার অবশ্যই বিচার হবে। তবে তা দমন-পীড়নের মাধ্যমে নয়, ন্যায়বিচারের ভিত্তিতে করা হবে।"
উপদেষ্টা নাহিদ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "গত ১৫ বছরে কে কী করেছে তা ভুলে যাওয়া যাবে না। তবে জাতীয় সংকটের মুহূর্তে সব মতপার্থক্য ভুলে দেশ ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।"
বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সর্বশেষ খবর জানতে ক্রাইম জোন ২৪-এর সাথে থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]