শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠনের বিষয়ে উদ্যোগ নিচ্ছে এবং জনগণকে সংগঠিত করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের ‘র্যাচম্যান রিভিউ’ নামের পডকাস্টে এই তথ্য জানান তিনি।
সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকালে তিনি ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেয়েন র্যাচম্যানের সঙ্গে কথোপকথনে শিক্ষার্থীদের রাজনৈতিক দলে রূপ নেওয়ার সম্ভাবনার কথা বলেন।
ড. ইউনূস বলেন, “যখন শিক্ষার্থীরা দেশের জন্য জীবন দিতে পারে, তখন তারা রাজনীতিতেও অংশ নিতে পারে। তারা এখন বলছে, কেন আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করবো না? আমি বলি, পুরো জাতি তাদের চেনে, তাদের সুযোগ দেওয়া উচিত।”
তবে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিভক্ত হয়ে যেতে পারে এবং প্রচলিত রাজনীতির নেতিবাচক প্রভাবের শিকার হতে পারে।
এছাড়া, র্যাচম্যানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এমন কোনো লক্ষণ দেখছি না যে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিপজ্জনক দিকে যাচ্ছে। বরং তরুণ সমাজ প্রতিশ্রুতিবদ্ধ ও দেশকে এগিয়ে নিতে চায়।”
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরও জানতে ক্রাইম জোন ২৪-এর সাথে থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]