একটি নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে কেউ বাধা সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “অস্ত্রের জোরে ক্ষমতায় থাকা স্বৈরাচার সরকার অবশেষে পতনের মুখে পড়েছে। আমাদের ৩১ দফা কর্মসূচির মধ্যেই সব ধরনের সংস্কারের দিকনির্দেশনা রয়েছে, যা বর্তমান সরকার বাস্তবায়নের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “১৫ বছর ধরে ক্ষমতা ধরে রাখা সরকার জনগণের অভ্যুত্থানের মুখে ৫ জানুয়ারিতে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তারা দেশের বিভিন্ন খাতে ধ্বংস ডেকে এনেছে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন ও জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
সর্বশেষ আপডেট ও বিস্তারিত জানতে ক্রাইম জোন ২৪-এর সঙ্গে থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]