বরিশাল সদর উপজেলার কুন্দিয়ালপাড়ায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, “দেশের যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী জনগণের পাশে দাঁড়ায়। অতীতে সংগঠনের নেতারা দায়িত্ব পালন করেছেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি।”
তিনি আরও বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, সদর উপজেলার নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী ও উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর পেতে ক্রাইম জোন ২৪-এর সঙ্গে থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]