বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাশের একটি খালপাড় থেকে ইউসুফ হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুনচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে নদীর পাশে একটি খালপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম বলেন, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।”
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান ওসি।
সর্বশেষ খবর পেতে ক্রাইম জোন ২৪-এর সঙ্গে থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]