ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টা নাগাদ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ইইউ প্রতিনিধিদের মধ্যে মাইকেলস লিডাউয়ার এবং মিসেস ম্যাট ব্যাকেনসহ ইউরোপীয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির তিনজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জেবা খান।
এই বৈঠকটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করছে। আরও খবর পেতে ক্রাইম জোন ২৪-এর সাথে থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]