গাজীপুরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি নেই। তবে দুই পক্ষের মধ্যে অন্তকোন্দল ছাড়া অন্য কোনো সমস্যা তারা দেখতে পাচ্ছেন না।
বিশ্ব ইজতেমার নিরাপত্তায় র্যাবের উদ্যোগ সম্পর্কে র্যাব মহাপরিচালক বলেন, ময়দান এবং আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুট পেট্রোল, গাড়ি টহল, মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষণ এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।
তিনি আরও জানান, মোবাইল চুরি, ছিনতাই, মলম পার্টি, মাদকাসক্ত ও পকেটমারদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ময়দানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
র্যাবের মহাপরিচালক নিশ্চিত করেছেন যে, ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি জোরালো এবং আপাতত কোনো ঝুঁকি নেই। তবে, র্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা ময়দানের নিরাপত্তায় একযোগে কাজ করছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]