সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে নদীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার ক্রাইম জোন ২৪-কে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল মিয়ার নেতৃত্বে চালানো অভিযানে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
এছাড়া, অভিযানে দুটি জাটকা ধরার বাঁধ বিনষ্ট করা হয় এবং ৩০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়েছে। অভিযানের সময় মৎস্য বিভাগের কর্মকর্তা ও নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবরের জন্য ক্রাইম জোন ২৪-এর সাথেই থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]