বরিশালে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর, বাস মালিক সমিতি বরিশাল ও ঝালকাঠি জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে রূপাতলী বাস টার্মিনালে কর্মবিরতি শুরু হয়।
মঙ্গলবার বিকেলে, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রী হাফ ভাড়া নিয়ে বাসে উঠলে বাসের হেলপার তার সঙ্গে খারাপ আচরণ করেন। এর পরই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং বাস ভাঙচুর করা হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
এ কারণে বরিশাল-খুলনা, ঝালকাঠি, পিরোজপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]