পটুয়াখালী শহরের মহিলা আনসার ক্যাম্প লেকের পাড়ে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম রাহাত প্যাদা। পরে তিনি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে পালিয়ে যান।
ঘটনাটি ঘটে ২৮ জানুয়ারি সন্ধ্যায়। কলেজ শিক্ষার্থী রেদোয়ান রহমান সুরবীন তার চাচার বাসা থেকে টাকা নিয়ে ফেরার সময় রাহাত প্যাদা ও তার সহযোগীরা তার পথ আটকায়। তারা গলায় চাইনিজ কুঠার ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ছিনতাইকারীকে গণধোলাই দেন। একপর্যায়ে রাহাত নিজেকে ছাত্রদল নেতা দাবি করে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, রাহাত প্যাদা দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার সঙ্গে সবসময় একটি মেয়ে থাকে, যাকে ছিনতাই ও ব্ল্যাকমেইলের কাজে ব্যবহার করা হয়।
শিক্ষার্থীর বাবা মোস্তাফিজুর রহমান সুজন এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]