শিরোনাম

বরিশালে পরিবেশ অধিদপ্তরের টেন্ডার নিয়ে উত্তেজনা, সাংবাদিকের ওপর হামলা

বরিশালে পরিবেশ অধিদপ্তরের টেন্ডার নিয়ে উত্তেজনা, সাংবাদিকের ওপর হামলা

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবেশ অধিদপ্তরের উন্মুক্ত নিলাম শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জব্দকৃত পলিথিনের উন্মুক্ত নিলামে অংশ নিতে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা শিডিউল কিনে জমা দিতে আসেন। তবে স্থানীয় বিএনপি-সমর্থিত কিছু ব্যবসায়ীর বাধার কারণে অনেকে শিডিউল জমা দিতে পারেননি।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ জানান, ৩১টি শিডিউল বিক্রি হলেও মাত্র ৭টি জমা পড়েছে। বাকিগুলো কেন জমা পড়েনি, তা তিনি জানেন না।

শিডিউল জমা দেওয়ার সময় অধিদপ্তরের মূল ফটকে ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয়।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে নয়া দিগন্ত ডিজিটালের সাংবাদিক শাকিল খান হামলার শিকার হন। কয়েকজন ব্যবসায়ী তার ওপর হামলা চালালে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ দরদাতার কাছে এক মাসের মধ্যে মালামাল হস্তান্তর করা হবে। তবে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুঝাহিদুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় ব্যবসায়ীদের বাধা এবং উত্তেজনা নিয়ন্ত্রণে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button