বরিশাল শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ড. ফাতেমা হেরেন যোগদান করতে পারেননি শিক্ষার্থীদের বাধার কারণে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সচিবের যোগদানের খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডে অবস্থান নেন। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ফলে সচিব যোগদান করতে পারেননি।
পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক আকবর মুবিন অভিযোগ করেন, ড. ফাতেমা হেরেন ইসলামবিদ্বেষী ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবেও যোগদানের চেষ্টা করেছিলেন, তখনও তাকে প্রতিহত করা হয়েছিল। এবার শিক্ষা বোর্ডে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা মেনে নেওয়া হবে না।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. ফাতেমা হেরেনকে ফোন করে তার অনুমতি ছাড়া বোর্ডে না আসতে বলেন। এ বিষয়ে বিভাগীয় কমিশনারকেও অবগত করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, শিক্ষার্থীরা সচিবের নিয়োগ আদেশ বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]