পটুয়াখালীর বাউফলে মো. সুজন হাওলাদার (৩০) নামে এক অটোচালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন হাওলাদার দ্বিপাশা গ্রামের নবী আলী হাওলাদারের ছেলে। স্থানীয়দের তথ্যমতে, তিনি বাড়ি থেকে বের হয়ে কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আমিরাবাদ বাজারের দক্ষিণ পাশে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। এরপর তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক মিরাজুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে, শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাবা নবী আলী হাওলাদারের অভিযোগ, সুজন আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং তাকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজের নেতৃত্বে ৪-৫ জন মিলে হত্যা করেছে।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মূনঈমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]