বরিশাল নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়ে চারটি প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ফকির বাড়ি রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমিরাণী মিত্র এবং ইন্দ্রানী দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে একটি পেস্ট্রি কেক কারখানাকে ২০ হাজার টাকা, দুইটি খাবার হোটেলকে ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, দোকানিদের সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে কোতোয়ালি মডেল থানার পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]