বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন ছাঁটাই হওয়া শ্রমিক চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন। শনিবার (২৬ জানুয়ারি) তারা নগরীর গুরুত্বপূর্ণ চকবাজার এলাকায় সড়ক অবরোধ করে এবং করপোরেশনের মূল ফটকে তালা ঝুলিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করেন।
বিক্ষোভের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা দাবি করেন, শ্রম আইন অনুযায়ী তাদের চাকরি স্থায়ী করা, পরিচয়পত্র, নিয়োগপত্র এবং সার্ভিস বুক প্রদান করতে হবে। পাশাপাশি ছাঁটাই হওয়া ১৬০ শ্রমিককে পুনর্বহাল করতে হবে এবং বেতন বৈষম্য দূর করে সব ভাতা পরিশোধ করতে হবে।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, "অস্থায়ী মজুরিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে এ ধরনের দাবি নীতিমালার বাইরে। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী ৬০ বছর বয়সসীমা রয়েছে। তবে শ্রমিকদের দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে। নির্দেশনা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]