পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামে চোর সন্দেহে সেলিম শাহ (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সেলিম শাহ স্থানীয় বাসিন্দা মৃত দৌলাত শাহর ছেলে। রোববার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে।
সেলিমের স্ত্রী শাহানুর বেগম অভিযোগ করেছেন, শনিবার রাত ১১টার দিকে তার স্বামীকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে জানতে পারেন, গ্রামবাসী তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত আড়াইটার দিকে শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজের বাড়িতে সিঁধ কেটে চোরেরা প্রবেশ করে। তারা নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ সময় গৃহকর্তার ছেলে মোহাম্মদ আলী মান্না চোরদের বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে পালিয়ে যায়। প্রতিবেশীদের খবর দিলে গ্রামবাসী চোরদের ধাওয়া করে।
ধাওয়া করার সময় চোরদের একজন মালপত্রসহ পালিয়ে যেতে সক্ষম হলেও সেলিম শাহ ধরা পড়েন। এরপর গ্রামবাসী তাকে সড়কের ওপর ফেলে মারধর করে। রাত ৩টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাণ্ডারিয়া থানার ওসি আহম্মদ আনওয়ার জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]