বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের ঘটনায় পাল্টাপাল্টি মামলার জেরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। গত পাঁচ দিনে বন্দর থানায় অন্তত দুটি মামলা দায়ের হয়েছে।
প্রথম মামলায় ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ববির নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ। অভিযুক্তদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তাদের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুম্মান হোসেন হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। তার মামলায় ১৫ জন অভিযুক্ত, যাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়করাও রয়েছেন।
গত শুক্রবার, ১২তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সানকে মারধর করে কক্ষে আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বিজয় মিছিল করেন। ওই ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়ে যায়।
রুম্মান হোসেন অভিযোগ করেন, তার মামলা গ্রহণের পর সমন্বয়কারীরা বন্দর থানার ওসির সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে হুমকি দেন। নিরাপত্তাহীনতায় ভুগে তিনি বাড়ি চলে গেছেন।
অন্যদিকে, অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, তারা থানায় শুধু তথ্য জানতে গিয়েছিলেন। দুর্ব্যবহারের অভিযোগ মিথ্যা।
ববি কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন ও প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে প্রো-ভিসি অধ্যাপক গোলাম রাব্বানী জানান, ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়ার পর ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এই ঘটনাগুলো নিয়ে ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]