বরিশালের স্কুলছাত্র রাব্বি হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মো. সাগর খন্দকারকে আটক করেছে র্যাব। শনিবার (২৫ জানুয়ারি) শিবচরের পশ্চিম রহমতপুর এলাকা থেকে র্যাব-৮ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
র্যাবের তথ্য অনুযায়ী, পূর্ব বিরোধের জেরে ১৯ জানুয়ারি সাগর খন্দকার ও তার সহযোগীরা রাব্বি হাওলাদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরে বরিশালের মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের ঈদগাহ ময়দানের পাশে তার লাশ ফেলে যায়।
রাব্বির পরিবার ২১ জানুয়ারি বিমানবন্দর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরদিন, তার বড় ভাই নীল পলিথিনে মোড়ানো অবস্থায় রাব্বির লাশ উদ্ধার করেন। এ ঘটনায় রাব্বির বড় ভাই সাব্বির হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, সাগর খন্দকারকে গ্রেফতারের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সাগর, উত্তর দেহেরগতি গ্রামের হাকিম খন্দকারের ছেলে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]