আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে হরতাল ও অবরোধসহ সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা করছে বলে জানা গেছে। দলটির পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বাহাউদ্দিন নাসিম জানান, ১৪ দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আলোচনা করে এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি সামনে রেখে এই কর্মসূচি শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই মাসে ছাত্র ও জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। গণআন্দোলনে দুই হাজারেরও বেশি প্রাণহানির পর শেখ হাসিনা এবং দলের অনেক নেতাকর্মী দেশত্যাগ করেন। দলটি বর্তমানে নিষিদ্ধ অবস্থায় রয়েছে।
বাহাউদ্দিন নাসিম দাবি করেন, আওয়ামী লীগের যুগ দেশের স্বর্ণযুগ ছিল। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে এবং আওয়ামী লীগের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো হামলা এবং পুলিশে ধরিয়ে দেওয়ার মামলাসহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছে।
বাহাউদ্দিন নাসিম আরও জানান, “আমরা আত্মগোপনে আছি এবং জনগণের সমর্থনে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে। দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হবে।”
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]