বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কর্মী শাহারিয়ার সানকে দরজা ভেঙে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সাধারণ শিক্ষার্থীরা শাহারিয়ার সানকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সিকিউরিটি রুমে আটকে রাখে। পরে সানের সহকর্মীরা এসে সিকিউরিটি রুমের দরজা ভেঙে তাকে ছাড়িয়ে নেয়। এই ঘটনার পর তারা বিশ্ববিদ্যালয়ের পাশের ভোলা রোডে বিজয় মিছিল করে।
শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গত বছরের ২৯ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং ১ আগস্ট পুলিশের কাছে শিক্ষার্থীদের ধরিয়ে দেওয়ার মামলায় ৮ নম্বর আসামি।
ঘটনায় সরাসরি জড়িতরা হলেন—মেহেদী (আইন বিভাগ), আরমান (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ), সাকিব (আইন বিভাগ), হৃদয় (ইংরেজি বিভাগ), প্রীতম (বাংলা বিভাগ), জুবায়ের (আইন বিভাগ), জাহিদ (সমাজবিজ্ঞান বিভাগ), নাহিদ (সমাজবিজ্ঞান বিভাগ), সিয়াম (আইন বিভাগ), আশরাফুল ইসলাম শিমুল (সমাজবিজ্ঞান বিভাগ)। এছাড়াও আরও ৪০-৫০ জন এতে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোশাররফ হোসেন জানান, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি সানকে শিক্ষার্থীরা আটকে রাখলেও তার সহকর্মীরা এসে তাকে ছাড়িয়ে নেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, “এই বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাব। আমরা ফ্যাসিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেব না।”
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]