বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রামে পারিবারিক দ্বন্দ্বে নিজের বাবাকে হত্যার অভিযোগে বাদশা হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বৃদ্ধ রুস্তম আলী হাওলাদার (৭৫) প্রবাস থেকে ফিরে এসে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।
বাকেরগঞ্জ থানা পুলিশের সূত্রে জানা যায়, রুস্তম আলী হাওলাদার গত বছরের ১৭ এপ্রিল সকালে নিখোঁজ হন। পরবর্তীতে ১৯ এপ্রিল তার বাড়ির পাশে কচুক্ষেতে অর্ধগলিত লাশ পাওয়া যায়। ময়নাতদন্তে দেখা যায়, তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তদন্তে সন্দেহভাজন হিসেবে নিহতের একমাত্র ছেলে বাদশা হাওলাদারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বাদশা স্বীকার করেন, পারিবারিক অনুশাসনের কারণে তার বাবাকে পরিবার থেকে অপছন্দ করা হতো। তিনি পূর্ব পরিকল্পিতভাবে বাবাকে হত্যার পরিকল্পনা করেন এবং সুযোগ পেয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। হত্যার পর লাশ কচুপাতার আড়ালে লুকিয়ে রাখেন।
পুলিশ জানায়, বাদশা হাওলাদার হত্যাকাণ্ডের ষড়যন্ত্র, পরিকল্পনা ও ঘটনার বিবরণ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলাটি পুলিশের তদন্তাধীন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]