ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ রানাপাশা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে গুরুত্বপূর্ণ নথি এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারির তালা ভেঙে ৩০ হাজার টাকা, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট, বোর্ডের অনুমোদন, উপবৃত্তি ও পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।
এছাড়া, বিদ্যালয়ের বিদ্যুৎ লাইনের সব তার কেটে নিয়ে গেছে। একই রাতে পার্শ্ববর্তী উকিল বাজার কমিউনিটি ক্লিনিকেও চুরির ঘটনা ঘটে। চোরেরা সেখানে নগদ টাকা ও ওষুধ চুরি করেছে। ঘটনাটি গত ২০ জানুয়ারি ভোরে ঘটলেও ৫ দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ মামলা নেয়নি, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার জানান, অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখে তিনি ভেতরে প্রবেশ করেন এবং আলমারির তালাও ভাঙা দেখতে পান। চোরেরা গুরুত্বপূর্ণ নথি ও বিদ্যুৎ লাইনের তার চুরি করে নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টি অ্যাডভোকেট শহিদুল ইসলাম তোতার ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয়। তারা দাবি করেন, এটি ধ্বংস করার উদ্দেশ্যে নথি চুরি করা হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল হক তোতা বলেন, এই ঘটনা তাকে উদ্বিগ্ন করেছে। প্রধান শিক্ষক থানায় অভিযোগ জমা দিয়েছেন।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]