বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশসহ সব প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
শুক্রবার সকালে পটুয়াখালীর তিতাস মোড় এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেন, গত ১৫ থেকে ১৭ বছরে দেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়নি। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো প্রয়োজন এবং যৌক্তিক সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে বিএনপি সরকারের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত।
তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হবেন বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন প্রসঙ্গে আলতাফ হোসেন বলেন, বিএনপি এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনীয় যৌক্তিক সময় দিতে প্রস্তুত।
সাংগঠনিক সফরে নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আলতাফ হোসেন। সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না মিয়া এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]