জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি আসছেন বৃহত্তর বরিশালে। ওইদিন বিভাগের পটুয়াখালী জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ছাত্রনেতা, বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও দেশের বরেণ্য আরও অনেক মুফাসসিরগণ তাফসির পেশ করবেন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ছাত্রনেতা, বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও দেশের বরেণ্য আরও অনেক মুফাসসিরগণ তাফসির পেশ করবেন।
কাছ থেকে প্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে দেখতে পাওয়া এবং ইসলামী আলোচনা শুনতে পাওয়া যাবে বলে অগ্রীম আনন্দের জোয়ার বইছে পটুয়াখালী জেলাজুড়ে। বিরাজ করছে উৎসবের আমেজ। ২৫ জানুয়ারির সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তারা।
মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীতে প্রস্তুত করা হচ্ছে ১০ টি মাঠ। ১০ লাখ মানুষের উপস্থিতিকে টার্গেট করে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। এসব মাঠে থাকবে ৫০ টি এলইডি ডিসপ্লে। যার মাধ্যমে খুব সুন্দরভাবে মাহফিল দেখতে পারবেন লাখ লাখ দর্শক। মা-বোনদের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বিপুল সংখ্যক মানুষের স্যানিটেশনের সুবিধা নিশ্চিত করার জন্য তৈরি হচ্ছে ১২০০ অস্থায়ী টয়লেট। দেশের বিভিন্ন স্থান থেকে আগত গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
ইতিমধ্যে বরিশাল নগরী সহ বিভাগের বিভিন্ন স্থানে শুরু হয়েছে মাইকিং।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]