যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে চীনা পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। মেক্সিকো এবং কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও শুল্ক বৃদ্ধি এবং অবৈধ অভিবাসী ও মাদকের প্রবাহ ঠেকানোর জন্য দেশ দুটিকে অভিযুক্ত করেছেন তিনি।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, "চীন আমাদের অপব্যবহার করছে এবং ইউরোপীয় ইউনিয়নের আচরণও খুবই খারাপ। সুতরাং, আমাদের নিজেদের রক্ষা করতে এবং ন্যায্যতা নিশ্চিত করতে শুল্ক আরোপের দিকেই যেতে হবে।"
এদিকে, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং শেসিয়াং সুরক্ষাবাদ নীতির সমালোচনা করেছেন এবং বাণিজ্য বিরোধ মেটাতে যৌথভাবে ‘উইন-উইন’ সমাধানের আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের পরিকল্পনায় শুল্ক আরোপের মাধ্যমে কর্মসংস্থান, প্রবৃদ্ধি এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্য রয়েছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, এর ফলে আমেরিকানদের জন্য পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং বিদেশি প্রতিযোগীদের পাল্টা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]