বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের জন্য কোনো আবেদন না করায় লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাতিল হওয়া লাইসেন্সের অধীনে কোনো কার্যক্রম পরিচালনা করা হলে তা অবৈধ বলে গণ্য হবে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এছাড়া, বাতিলকৃত লাইসেন্সের মূল সনদ কমিশনে জমা দেওয়ার পাশাপাশি কমিশনের কাছে যেকোনো বকেয়া পাওনা পরবর্তী ৩০ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]