বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের কর্মরত স্টাফদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইন লঙ্ঘন করে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ উঠেছে। সৌন্দর্য বর্ধন ও মশা নিধনের অজুহাতে ফলজ ও বনজ গাছ কাটা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসের পুকুরপাড়ের গাছগুলো মাটি ঘেঁষে কেটে ফেলা হয়েছে। গাছ কাটার প্রমাণ লুকানোর জন্য মূল শেকড় মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদুল হাসান জানান, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কিছু আগাছা ও ডালপালা কাটা হয়েছে। তবে এ বিষয়ে অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলামের বক্তব্য নিতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অফিসের কর্মী কফিল উদ্দিন সংবাদটি প্রকাশ না করতে অনুরোধ করেন এবং এক সাংবাদিককে নগদ অর্থ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। তবে সাংবাদিকরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাছ কাটার কোনো অনুমতি তাদের কাছে নেই।
বরিশালের জেলা প্রশাসক জানান, পুকুরপাড় পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বড় কোনো গাছ কাটা হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]