প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, "আমরা রাজনীতির মধ্যে প্রবেশ করতে চাই না। বরং আইন ও বিধি-বিধানের মধ্যে থেকেই কাজ করব।"
রোববার (১৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার দেওয়া টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
বিএনপি জুনের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তাব দিলেও সিইসি বলেন, "আমরা নিরপেক্ষ মাঠ তৈরি করতে চাই, যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। এজন্য আমরা প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।"
অনুষ্ঠানে সিইসি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র দেওয়া ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম গ্রহণ করেন। তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ ২০ জানুয়ারি থেকে শুরু হবে এবং এটি ছয় মাসের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ চলছে।
ইউএনডিপির আবাসিক প্রধান স্টিফেন লিলার এ সময় ১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার এবং ৪৩০০টি ব্যাগ হস্তান্তর করেন।
সিইসি আরও বলেন, "ভোটার তালিকা নিয়ে কোনো সন্দেহ দূর করতে মাঠপর্যায়ে কাজ করা হবে। ৬৫ হাজার লোকবল যুক্ত থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।"
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]