বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ এবং এর বিরুদ্ধে প্রতিবাদ পরিস্থিতিকে আরও জটিল করেছে।
গত ১০ জানুয়ারি লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেড়া স্থাপনের চেষ্টা চালায়। বিজিবি ও স্থানীয় জনগণের বাধার মুখে কাজ বন্ধ হলেও চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তেও এমন ঘটনা ঘটেছে।৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতন, এবং ভিসা সীমিতকরণ নিয়ে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে বিজিবি আপত্তি তোলে। আন্তর্জাতিক আইনে সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণে বাধা রয়েছে।বিজিবির উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, বিজিবির জোরালো আপত্তির ফলে বিএসএফ আপাতত কাজ স্থগিত রেখেছে। স্থানীয় জনগণও এই প্রতিবাদে অংশ নিয়েছে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব করে আলোচনা করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ ফেব্রুয়ারি বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে।বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক দলগুলোর উদ্যোগ প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাকিম বিন মোতাহার বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশ
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]