বরিশালের বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজি বাজারে ফুলকপি, বাঁধাকপি ও শালগম নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এই তিন সবজির চাহিদা কমে যাওয়ায় আড়তে পচে যাচ্ছে উল্লেখযোগ্য পরিমাণ সবজি।
রবিবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৫-৬ টাকা কেজি, বাঁধাকপি ৬-৭ টাকা কেজি ও শালগম ২-৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বেশি থাকায় ক্রেতার অভাব দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থায় গাড়ি ভাড়া তুলতেও হিমশিম খেতে হচ্ছে।
বাজারের একজন ব্যবসায়ী আমিন শুভ জানান, গত কয়েকদিন ধরে ফুলকপি, বাঁধাকপি এবং শালগম কিনছেন না কেউ। অন্য ব্যবসায়ী বাবুল হোসেন হাওলাদার বলেন, গত এক সপ্তাহ ধরে এসব সবজির কোনো বিক্রিই হচ্ছে না।
অপরদিকে, টমেটো, কাঁচামরিচ, লাউ, গাজরসহ অন্যান্য সবজি পাইকারি দরে ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানিয়েছেন, অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]