বরিশালের শায়েস্তাবাদ এলাকার এক শিশুকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট বানিয়ে দুবাইয়ে পাচারের চেষ্টার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা কাউনিয়া থানায় মানব পাচার মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতদের পরিচয় সুইটি, জুথি বেগম এবং আল আমিন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রুনা লায়লা জানান, ১ জানুয়ারি শায়েস্তাবাদ এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। ৯ জানুয়ারি শিশুটির মা কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে ১৫ জানুয়ারি গভীর রাতে নগরীর দপ্তরখানা এলাকার একটি ঘর থেকে শিশুটিকে উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে শিশুটিকে যৌনকর্মে ব্যবহারের জন্য দুবাইয়ে পাচারের পরিকল্পনা করেছিল। এ জন্য তারা ঢাকায় গিয়ে ভুয়া এনআইডি তৈরি করে। পরে সেই এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে বরিশালে ফেরে। এ সময় শিশুটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।
উপপুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারকৃতরা মূলত নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত। তাদের চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত চলছে। এ ঘটনায় দায়ের করা জিডি মানব পাচার মামলায় রূপান্তরিত হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]