প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৭:৩৮ এ.এম
বরিশালে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

লিফলেটে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পুনর্মিলন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন-শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধ এবং বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা। এ ছাড়া মানবাধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার লক্ষ্যের কথা উল্লেখ করা হয়েছে।
বিএনপির কর্মী-সমর্থকরা বরিশালের বিভিন্ন জনবহুল এলাকায় এই লিফলেট বিতরণ করেন। এর মাধ্যমে দলটি জনগণের সমর্থন আদায়ের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।
বিএনপির নেতা-কর্মীরা দাবি করেন যে, এই ৩১ দফা কর্মসূচি বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে জনগণের মধ্যে এই লিফলেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন।
লিফলেটের মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি।
বরিশালের জনগণের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ পদক্ষেপের ওপর নির্ভর করবে এই প্রচারণার সফলতা।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]
© ক্রাইম জোন ২৪।। Crime Zone 24