বরিশালের গৌরনদীতে একটি ট্রাকের ওপর মোটরসাইকেল চালক তরুণ আছড়ে পড়ে নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নীলখোলা এলাকায় পণ্য খালাসের জন্য থেমে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
নিহত রিমু খান (২২) দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে, এবং আহত বায়জিদ শাহ (২০) কসবা এলাকার বাহার শাহ’র ছেলে। আহত বায়জিদ শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানান, ট্রাকটি পণ্য খালাসের জন্য থেমে ছিলো, এ সময় ভুরঘাটাগামী বেপরোয়া গতির মোটরসাইকেলটি ট্রাকের পেছনে আছড়ে পড়ে। এতে রিমু নিহত হন এবং বায়জিদ আহত হন।
নিহত রিমুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]