বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মাধুরী দীক্ষিত নতুন বছরের শুরুতেই একটি দারুণ উপহারের মাধ্যমে চমকে গেছেন। স্বামী ডাক্তার শ্রীরাম নেনে তাকে ৬ কোটি রুপি মূল্যের একটি লাল রঙের ফেরারি গাড়ি উপহার দিয়েছেন।
মাধুরী তার ব্যক্তিগত কালেকশনে বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ি রাখেন, এবং স্বামী শ্রীরাম জানতেন তার এই শখের কথা। সেই কারণে তিনি মাধুরীর সংগ্রহে যোগ করলেন একটি নতুন গাড়ি।
একটি ভিডিওতে দেখা গেছে, মাধুরী শোরুম থেকে নতুন গাড়ি নিয়ে বাসায় ফিরছেন। কালো রঙের ড্রেসে তার সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। ইনস্টাগ্রামে এটি ভাইরাল হয়ে গেছে।
নতুন এই গাড়ি ছাড়াও, মাধুরীর গাড়ি কালেকশনে রয়েছে মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ এবং ট্রুবো এস ৯১১। এসব গাড়ির বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি রুপি।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]