বরিশালে যৌথ অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা এবং ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেছে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল আলমের নেতৃত্বে একটি টিম রসুলপুর কোস্টগার্ড সংলগ্ন ব্রীজের ওপর অভিযান চালায়। এসময় মোঃ মাসুদ সরদার (৩০) এবং মোঃ জলিল খন্দকার (২৯) নামে দুই ব্যক্তিকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে, দুপুর পৌনে দুইটায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রসুলপুর এলাকার সুমন মোল্লার গলির একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মোঃ শাহীন পোদ্দার (৩০) ও রাবেয়া বেগম (৫৮) নামে দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]