ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল খান দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে ঝালকাঠি শহরের মহিলা কলেজ রোডের একটি বাসায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
উজ্জ্বল খান বলেন, “আমি তিনবারের নির্বাচিত ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় তাদের সঙ্গে মিলেমিশে কাজ চালাতে হয়েছে। একপর্যায়ে মৌখিকভাবে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু কোনো কাগজপত্রে আমার নাম উল্লেখ করা হয়নি। আজ থেকে আমি আওয়ামী লীগের সঙ্গে আর যুক্ত নই।”
তিনি আরও বলেন, “আমার পরিবারে স্ত্রী, ছেলে, মেয়ে ও মা রয়েছেন। আমি জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সেবা করতে চাই। ভবিষ্যতে কোনো দলীয় কমান্ডের সঙ্গে জড়িত থাকবো না।”
উজ্জ্বল খানের এই সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]