বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দীর্ঘদিন ধরে চলমান আবাসন ও শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীরা পড়ছেন চরম দুর্ভোগে। আবাসিক হলে একজনের বেডে থাকতে হচ্ছে দুজনকে, আর শ্রেণিকক্ষের অভাবে উন্মুক্ত স্থানে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীরা।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র চারটি হল রয়েছে, যার মধ্যে দুটি ছাত্র হল এবং দুটি ছাত্রী হল। এসব হলে মাত্র ১৮৬৭ জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা থাকায় ৮৩ শতাংশ শিক্ষার্থী বাধ্য হয়ে মেস বা অন্যত্র থাকতে হচ্ছে। এতে নিরাপত্তাহীনতাসহ নানা সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা।
শ্রেণিকক্ষের সংকট আরও প্রকট। যেখানে প্রতি বিভাগের জন্য প্রয়োজন ৩-৪টি কক্ষ, সেখানে পুরো বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাত্র ৩১টি শ্রেণিকক্ষ। এর মধ্যে ১৫টি বিভাগকে মৌখিকভাবে একটি করে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে, যা অন্যান্য বিভাগের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, এ পরিস্থিতির কারণে সেশনজট ও শিক্ষার মান হ্রাস পাচ্ছে। বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বদরুজ্জামান বলেন, “এক ব্যাচের ক্লাস হলে অন্য ব্যাচ দাঁড়িয়ে থাকে। ক্লাসরুম সংকট ও আসন সংখ্যা বৃদ্ধির কারণে সমস্যা দিন দিন বাড়ছে।”
শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, “চারজনের কক্ষে আটজন থাকতে হচ্ছে। পড়াশোনার পরিবেশ নেই। পরীক্ষা চলাকালীন সমস্যা আরও বেড়ে যায়।”
শ্রেণিকক্ষ সংকট নিয়ে বাংলা বিভাগের প্রভাষক তাইয়্যেবুন নাহার মিমি বলেন, “সেশনজট এড়াতে আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ক্লাস নিয়ে আসছি।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, “একাডেমিক ভবন ও হল নির্মাণ প্রাথমিক অগ্রাধিকার তালিকায় রয়েছে। মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি এবং দ্রুত সমাধানের আশা করছি।”
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]