বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান বাচ্চু গতকাল এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী:
এদিকে, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অংশ নেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, গত ১৫ বছরে বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্য থেকে ৬ জন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, এবার যারা নির্বাচন কমিশন গঠন করছেন, তারা গত নির্বাচনে পরাজিত বিএনপি সমর্থিত প্রার্থী। এ কারণে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]