চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে সরকার মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধি পেয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করেছে। ফলে এখন ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহককে ৫৬ টাকার বেশি কর দিতে হবে।
এছাড়া, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপরও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সই করা অধ্যাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এনবিআর জানিয়েছে, চলতি অর্থবছরের শেষ ছয় মাসে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই শুল্ক বৃদ্ধির সময় দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে। বিটিআরসি’র তথ্য অনুযায়ী, নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা অক্টোবরের তুলনায় প্রায় ৪০ লাখ কমেছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এ বিষয়ে বলেন, "শুল্ক বৃদ্ধির কারণে মানুষ মোবাইলে কথা বলা কমাতে পারে, যা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।"
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]