বরিশালে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলোর আয়োজনে গণিত উৎসবের বিভাগীয় পর্ব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে নগরীর ঐতিহ্যবাহী বিএম স্কুল প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল মতালেব। গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ভাইস প্রেসিডেন্ট মো. আলমগীর হুমায়ূন ও প্রথম আলোর বরিশাল প্রতিনিধি এম জসীম উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আবদুল মতালেব বলেন, "জ্ঞানচর্চার মাধ্যমে তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে। কঠোর পরিশ্রমই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি।"
উৎসবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ছিল উত্তেজনা। প্রথমবার অংশগ্রহণকারী হালিমা তাসনিম জানায়, গণিতের খুঁটিনাটি শিখতে এসেছে।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা মোবাস্বিরা জানায়, গণিত তার প্রিয় বিষয়। তাই গণিত সম্পর্কে আরও জানতে এবং নিজের দক্ষতা যাচাই করতে উৎসবে এসেছে।
উৎসবের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। কনকনে শীত উপেক্ষা করেও সকাল ৭টার মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]