ঢাকার ধানমন্ডিতে সীমান্ত সম্ভার মার্কেটের "ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স" নামক স্বর্ণের দোকান থেকে মাত্র ৮ মিনিটে আড়াই কোটি টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র অভিনব পদ্ধতিতে সাটার কেটে দোকানে প্রবেশ করে চুরি সম্পন্ন করে।
চুরির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩১)। অভিযানের মাধ্যমে কক্সবাজার এবং কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে রুবেলকে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লা থেকে সফিক ও সাদ্দামকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি অংশ, যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, চুরির ঘটনায় ৮-৯ জন জড়িত ছিল। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, চোরচক্র সাটার কেটে দোকানে প্রবেশ করে স্বর্ণালংকার চুরি করে দ্রুত পালিয়ে যায়। অবশিষ্ট সদস্যদের গ্রেপ্তার ও চুরি যাওয়া সম্পূর্ণ স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]