নাটোরের হরিশপুর মহাশ্মশানে তরুণ দাস হত্যার ঘটনায় পুলিশ চট্টগ্রাম থেকে সবুজ হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মারুফাত হুসাইন সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান।
সবুজ হোসেন হরিশপুর এলাকার বাসিন্দা এবং হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা ছিল বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তরুণ দাস মন্দিরের লেবু বাগানে চুরি করার সময় চোরদের দেখে ফেলেছিলেন, যার ফলস্বরূপ তাকে হত্যা করা হয়। ছয়জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তবে এ পর্যন্ত শুধু সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য পাঁচজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তবে নিহত তরুণ দাসের পরিবার দাবি করছে যে, পুলিশ হত্যার যে সময় বলছে, সেই সময় তাদের ছেলে মহাশ্মশানে উপস্থিত ছিলেন না। নিহতের ছেলে তপু কুমার দাস জানায়, স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজে তার বাবা রাত ১০টার দিকে শ্মশানে প্রবেশ করতে দেখা গিয়েছিলেন, কিন্তু পুলিশ যে সময় উল্লেখ করেছে, তা পুরনো তথ্যের সাথে মেলেনি। তাই তপু কুমার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
গত ২১ ডিসেম্বর মহাশ্মশান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়। এর পর দিন, নিহতের ছেলে তপু কুমার দাস অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]