পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস অবতরণ কেন্দ্রে গত দুই দিনে ১৯৫ মণ ইলিশ মাছ নিয়ে এসে এক ট্রলার উচ্ছ্বসিত করেছে মৎস্যজীবীদের। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায়, এই মাছগুলো মেসার্স ফাইভ স্টার ফিস মৎস্য আড়তে আনা হয় এবং শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নিলামের মাধ্যমে বিক্রি হয় মোট ৪০ লাখ ১৪ হাজার টাকায়।
মাছগুলোর উৎস ছিল কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯০ কিলোমিটার গভীর সমুদ্র, যেখানে গত ৭ ও ৮ জানুয়ারি এই মাছগুলো ধরা পড়ে। মাছ ধরার ট্রলারটি, এফ.বি. বিসমিল্লাহ-১, ১৭ জন জেলে নিয়ে ৬ জানুয়ারি আলীপুর ঘাট থেকে সমুদ্রে বের হয়। চারদিনের প্রচেষ্টায় তারা কাঙ্ক্ষিত মাছগুলো ধরা পায়।
মাছগুলো আলীপুর মৎস অবতরণ কেন্দ্রে নিয়ে আসার পর বিভিন্ন সাইজে আলাদা করা হয়। ৬০০-৮০০ গ্রাম ওজনের মাছের প্রতি মণ মূল্য ছিল ৪০ হাজার টাকা, ৪০০-৫০০ গ্রাম ওজনের মাছের প্রতি মণ মূল্য ছিল ২৫ হাজার টাকা, এবং ছোট সাইজের মাছ প্রতি মণ ১৫ হাজার টাকায় বিক্রি হয়। অন্যান্য মাছের বিক্রি ছিল ৫৪ হাজার টাকায়।
এফ.বি. বিসমিল্লাহ-১ ট্রলারের মাঝি, একলাস গাজী, বলেন, "আজকাল সমুদ্রে মাছ খুব কম ধরা পড়ছে, কিন্তু আমরা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমাদের ট্রলার এতো মাছ পেয়েছে।" ট্রলারের মালিক, খলিলুর রহমান খান, জানিয়েছেন যে সমুদ্রে মাছের সংখ্যা কম থাকায় তারা লোকসান গুণছিলেন, কিন্তু এই মাছ বিক্রি করে কিছুটা লোকসান কাটিয়ে উঠতে পারবেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]