সিলেটে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) টিকিট বিক্রির সাথে জড়িত একটি সিন্ডিকেট ও ছিনতাই চক্রের বিরুদ্ধে দর্শকদের ক্ষোভ বাড়ছে। এসব অপরাধের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়ে রয়েছে স্টেডিয়ামের চায়ের দোকানগুলো।
সিলেট স্টেডিয়ামে বিপিএল ম্যাচ দেখতে এসে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে আসা ফাহিম আহমেদ ও সাব্বির আহমেদ সৌরভ সহ আরও ৯ জন দর্শক স্টেডিয়ামের কাউন্টারে টিকিট না পেয়ে দালালদের সাহায্য নেন। তারা ৭টি টিকিট পেয়ে সিলেট স্টেডিয়ামে প্রবেশ করেন, কিন্তু দালালরা তাদেরকে আশ্বাস দেন যে বাকিরাও মাঠে প্রবেশ করতে পারবেন। এজন্য তাদের সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হয়।
তবে প্রবেশের পরেই সাব্বির ও ফাহিম টিকিট সিন্ডিকেট ও ছিনতাই চক্রের শিকার হন। চক্রের সদস্যরা তাদের কাছ থেকে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনসহ নগদ টাকা ছিনতাই করে। সেই সময় তাদেরকে মারধরও করা হয়। সিলেট স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশে অবস্থিত 'পূজা গাছ তলা' পাহাড়ে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, এই জায়গায় মাদক সেবন এবং ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটে থাকে।
এছাড়া, বিপিএল টিকিট সিন্ডিকেটের কারণে সিলেটের দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিকিট দালালদের বিরুদ্ধে তারা ব্যাপক প্রতিবাদ জানিয়ে মানববন্ধনও করেছেন। দর্শকরা অভিযোগ করেছেন, ৫০০ টাকার টিকিট ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে এবং পাহাড়ে নিয়ে ছিনতাই করা হচ্ছে।
সিলেটের ক্রীড়াপ্রেমী দর্শক ফোরামও এ বিষয়ে তাদের প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, টিকিট সিন্ডিকেট ও ছিনতাই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সাধারণ দর্শকদের জন্য টিকিটের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]