বাগেরহাটের মোল্লাহাটে এক শিশু অপহরণ মামলায় মাদক ব্যবসায়ী মহিবুল হাসান (৩০) গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় তিনি এক শিশুকে অপহরণের অভিযোগে পুলিশের হাতে আটক হন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন বিকেলে শিশু আহম্মদ উল্লাহ রাজের বাবা মো. আলাউদ্দিন মোল্লা মহিবুল হাসানের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
গ্রেফতার মহিবুল হাসান মোল্লাহাট উপজেলার উদয়পুর গোলারচক গ্রামের খবির উদ্দিন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মোট পাঁচটি মাদক মামলা রয়েছে। অপহৃত শিশু আহম্মদ উল্লাহ রাজও একই এলাকার বাসিন্দা।
আহম্মদ উল্লাহ রাজের বাবা মো. আলাউদ্দিন মোল্লা জানান, ২২ নভেম্বর বিকেলে তার ছেলে বাড়ির সামনে খেলছিল। এই সময় মাদক ব্যবসায়ী মহিবুল হাসান তাদের বাড়িতে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। এর এক সপ্তাহ আগেই মহিবুল হাসান তাদের বাড়িতে এসে রাজের ছবি তোলেন। তিনি জানান, মহিবুল হাসান ও তার পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল, যার কারণে তিনি বারবার তাদের প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, মহিবুল হাসানকে অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে, জিজ্ঞাসাবাদে মহিবুল হাসান অপহরণের বিষয়টি স্বীকার করেননি। তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]