ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মাদক পরিবহনের অভিযোগে বাসের চালক ও হেলপারকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। শুক্রবার সকালে সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গ্রেফতারদের নাম মো. জাকির হোসেন (৪৫) এবং মো. শাহিন চৌকিদার (৩০)। অভিযানের সময় কক্সবাজার থেকে আসা ‘সেন্টমার্টিন রোড মাস্টার’ বাসটি চেকপোস্টে থামানো হয়। তল্লাশির সময় বাসের চালকের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, চালক জাকির হোসেন ও হেলপার শাহিন চৌকিদার দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন করে আসছিলেন। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]