বরিশাল শহরের জেলখানার মোড় এবং নাজীর পোলের মাঝখানে স্থানীয়রা সব সময় অস্বাভাবিক দুর্গন্ধে ভোগাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, সমস্যার মূল কারণ হলো ময়লা নিয়মিত ফেলে রাখা, জমে না রাখা, ফলে দুর্গন্ধ প্রতিদিনই ছড়াচ্ছে।
স্থানীয়রা জানান, ময়লা সরানোর কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। ময়লা মাটির উপরে ফেলে দেওয়ার কারণে এটি দ্রুত দুর্গন্ধ তৈরি করে। দিনের যে কোনো সময় এই দুর্গন্ধ প্রবলভাবে অনুভূত হয়, যা স্থানীয়দের ঘুম, চলাচল এবং স্বাভাবিক জীবনকে প্রভাবিত করছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “ময়লা জমে না, ফেলে রাখায় ঘ্রাণ এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। শ্বাসকষ্ট, মাথা ব্যথা এবং অস্বস্তি প্রতিদিনই হয়।” অন্যজন জানান, “এভাবে ময়লা ফেলে রাখা চলতে থাকলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।”
এলাকার মানুষ অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ময়লা ফেলার অভ্যাসের কারণে এই অঞ্চল দুর্গন্ধের জন্য পরিচিত হয়ে উঠেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা, শিশুদের খেলা এবং চলাচলও এতে ব্যাহত হচ্ছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]