শিরোনাম
বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্পগাজায় এখন পর্যন্ত ২৪৮ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল১০০ শিল্পীর ৪০০ গানের পরিকল্পনা নিয়ে এটিএন ফোক ক্লাবঅস্ট্রেলিয়ায় স্যার জেমস ম্যাকনিল গবেষণা বৃত্তির সুযোগসুরা মুহাম্মদের শিক্ষা: মুমিনের জন্য পাঁচ পথনির্দেশআবারও আগা খান স্থাপত্য পুরস্কার পেলেন মেরিনা তাবাশ্যুম, প্রধান উপদেষ্টার অভিনন্দন‘গণঅধিকারের কার্যালয় থেকে বের হলেই জাগপা সভাপতিকে রাম দা দিয়ে কোপানো হয়’আজকের নামাজের সময়সূচি: ৩ সেপ্টেম্বর ২০২৫প্রেমিকা-প্রেমিককে নির্যাতন করছিল কিশোর গ্যাং, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কোপরাজনীতি নিষিদ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল থেকে মোবাইল ও ল্যাপটপ চুরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল থেকে মোবাইল ও ল্যাপটপ চুরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। হলের ৪২৩ নম্বর কক্ষ থেকে শিক্ষার্থীদের দুটি ল্যাপটপ, দুটি মোবাইল, নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল পাঞ্জাবি ও মাস্ক পরিহিত এক ব্যক্তি সকাল সাড়ে ৮টার দিকে হলে প্রবেশ করেন। হলে প্রবেশের পর সরাসরি চারতলায় উঠে ৪২৩ নম্বর রুমে প্রবেশ করে দুটি ল্যাপটপ, দুটি মোবাইল, নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যান। এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ জিডি করা হয়।

জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফের একটি ল্যাপটপ ও নগদ টাকা এবং একই বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নূরে আলমের একটি মোবাইল আর একটি ল্যাপটপ এবং বাংলা বিভাগের নাজমুল হোসেনের একটি মোবাইল চুরি হয়।

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমাদের নিরাপত্তা শাখার মাধ্যমে অলরেডি জিডি করা হয়েছে। আর এখন থেকে হলের পেছনের গেট রাত ১০টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এ ছাড়া এ ধরনের ঘটনা প্রতিরোধর জন্য আরও কী কী কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ভাবব আমরা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আমরা নিরাপত্তা শাখাকে জিডি করার জন্য বলেছি।’

শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্ন প্রক্টর বলেন, ‘এর দায়ভার কে নেবে? হলের প্রভোস্টসহ আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। ক্ষতিপূরণ সেটা তো আমি দিতে পারি না। বিষয়টি হলের প্রভোস্ট দেখবেন।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ মার্চ এ হলের ৪২৫ নম্বর কক্ষ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল চুরি হয়েছিল।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button